প্রকাশিত: ২৯/০৯/২০১৬ ৭:০২ এএম

এ.এম হোবাইব সজীব::
কক্সবাজারের উপকূলীয় দ্বীপ মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে স্থাপিত হয়ে যাওয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজে জামায়াত ও বিএনপির লোকজনকে দায়িত্ব দেয়ায় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে উক্ত প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার রানার বিরুদ্ধে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানান, মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ দিক থেকে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ করার জন্য কোল্ড এন্ড পাওয়ার কোম্পানি ১৪ শত ১৪ একর জমি অধিগ্রহণ করে। গত ২০১৪ সালের শেষ নাগাদ ৩১ ডিসেম্বর উক্ত প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উক্ত কাজের টেন্ডার পায় পেন্টা কোম্পানি। পেন্টা কোম্পানি কাজ পাওয়ার পর উক্ত প্রকল্পের বিভিন্ন শ্রেণীর অবকাঠামো নির্মাণ কাজের মালামাল সাপ্লাই ও খুঁটিনাটি কাজ করার জন্য স্থানীয় লোকজনের মাধ্যমে করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের ফলে উক্ত প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার রানা মাতারবাড়ীর বাসিন্দা আলা উদ্দিন, অপর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তিদ্বয় এর সাথে আঁতাত করে পাথর, বালি সাপ্লাইসহ ল্যাট্রিন ও নলকুপ স্থাপনের দায়িত্ব দিয়েছে।

ফলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্ব হয়ে উঠেছে প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার রানার বিরুদ্ধে। এমনকি এলাকার আওয়ামীলীগ নেতা-কর্মীরা তার বিরুদ্ধে দিন দিন ফুঁসে উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...