ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ৩:৫৯ পিএম
ছবি/ প্রতীকী

মহেশখালীতে পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মামার হাতে ভাগ্নে খুন হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ওসি বলেন, নিহত মো. কাশিম (৩৫) ফিশিংবোট শ্রমিক। তিনি ওই এলাকার মো. কালামিয়ার পুত্র।

নিহত কাশিমের ভাই ও স্ত্রী অভিযোগ করে বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে কাশিমের সাথে তার আপন মামা মো.গফুর ও গফুরের অপর ভাই হাছন আলীর সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনায় কাশিমের ছয় বছরের কন্যা শিশু সকালে স্কুলের যাওয়ার পথে তাকে পথ অবরোধ করে মারধর করতে চায় হাছন আলী গফুর ও তার পরিবার।

পরে স্থানীয়রা শিশুটিকে স্কুলে পৌঁছে দিলে গফুর, হাছন আলী, গফুরের পুত্র সাজ্জাদ, শাহেদ খান, রিফাত ও রাসেল স্থানীয় কবির বাজারে গিয়ে কাশিমকে মারধর করে। কাশিম বাজার থেকে প্রাণে বাঁচতে দৌড়ে বাড়িতে চলে আসলে গফুর, হাছন আলী, সাজ্জাদসহ অন্যান্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে কাশিম কে কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. কাশিম কে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী শাস্তি দাবী করেছেন নিহতের পরিবার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...