প্রকাশিত: ০৫/০৭/২০১৭ ১:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
ককক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টের বিজিবি সদস্যরা যাএীবাহী সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ৭ হাজার৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে অাটক করেছে।জব্দকৃত ইয়াবার অানুমানিক মূল্য ২১লাখ ২৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। অাটককৃত দুইজনকে বুধবার দুপুরে রামু থানায় পাঠিয়েদেন। মরিচ্যা চেকপোষ্টর সুবেদার নজরুল ইসলাম বলেন বুধবার সাড়ে১০টার দিকে যাএীবাহী সিএনজিগাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবা সহ দুইজনকে অাটক করি। অাটককৃত হল টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ার মৃত হোসেনের পুত্র নুর অাহমদ ও একই গ্রামের নুরচ্ছাপা বেগম।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...