উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০২/২০২৫ ৭:০৯ এএম

উখিয়ার বিভিন্ন ক্যাম্প হতে বিশেষ নিরাপত্তায় ১৯ তম দফায় ভাসানচরের উদ্দ্যোশে রওয়ানা দিয়েছে ৬৮৪ জন রোহিঙ্গা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার কুতুপালং ক্যাম্প-০২ (ওয়েস্ট) এর ডি/৫ মাঠ হতে বাস যোগে রওনা দেন রোহিঙ্গারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় অতিরিক্ত কমিশনার শামশু দৌজা নয়ন জানান, বিভিন্ন সময়ে ভাসানচর থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৫৬১ জন, ইমার্জেন্সি ভিজিটে আসা ৪২ জন এবং ভাসানচর হতে পালিয়ে আসা ৮১ জন সহ সর্বমোট ৬৮৪ জন রোহিঙ্গা ভাষানচরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি আরো জানান ১৫ টি বাস যোগে রোহিঙ্গারা রাতেই চট্টগ্রাম পতেঙ্গা নৌ বন্দরে পৌঁছবে। কাল সকালে অনুষ্ঠানিকতা শেষে জাহাজ যোগে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে ।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...