প্রকাশিত: ০৭/০৯/২০১৯ ৭:১২ এএম

ডেস্ক প্রতিবেদন:
চন্দ্রপৃষ্ঠে অবতরণের শেষ মুহূর্তে গোলযোগের সৃষ্টি হয়েছে ভারতের মহাকাশযান চন্দ্রযান- ২ এর ল্যান্ডারে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে নেমেছে কিনা তা জানা যায়নি।

আইএসআরও’র বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, শুক্রবার দিবাগত রাতে চাঁদে অবতরণের কথা ছিলো বিক্রমের। কিন্তু চাঁদের পৃষ্ঠ থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে থাকতে ওই ল্যান্ডারের সাথে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তা চাঁদে অবতরণ করেছে নাকি বিধ্বস্ত হয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আইএসআরও বলছে, পর্যাপ্ত তথ্য বিশ্লেষণের পর এ বিষয়ে জানানো যাবে।

এদিকে, বেঙ্গালুরুতে আইএসআরও’র কন্ট্রোল রুমে অবতরণ প্রক্রিয়া দেখতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর টুইট বার্তা তিনি বলেন, ‘ভারতবর্ষ তার বিজ্ঞানীদের নিয়ে গর্বিত। তাঁরা নিজেদের শ্রেষ্ঠটুকুই দিয়েছেন। এখন সময় সাহস অবলম্বন করার। আমরা আস্থা হারাব না।’

পাঠকের মতামত

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন, তাঁরা চাইলে আবার ...

মিয়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র

টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচির আওতায় মিয়ানমারের নাগরিকদের জন্য চলমান ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টিপিএস) বাতিলের ...

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...