কমিউনিটি মোবিলাইজার হিসেবে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি
Community Mobilizer, Livelihood প্রতিষ্ঠান: Bangladesh Red Crescent Society (BDRCS) কাজের স্থান: BDRCS Ukhiya Hub Office, ...

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
কর্মস্থল: কক্সবাজার সদর ও রামু উপজেলা
বেতন: মাসিক বেতন সাকল্যে ৬০,৫০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৩।
পাঠকের মতামত