প্রকাশিত: ২৯/০৭/২০১৯ ৯:০৯ এএম

বেনাপোলে আটক টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় তার পৈত্রিক বাড়ি থেকে পুলিশ ৫০ হাজার ইয়াবা, ৪টি আগ্নেয়াস্ত্র ২৫ রাউন্ড কার্টুজ উদ্ধার করেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির একটি কক্ষে জেনারেটরের নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র ও ২৫ রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।
আটক শাহজাহানের স্বীকারুক্তি অনুযায়ী এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহজাহানকে আটক করেছিলেন। পরে টেকনাফ থানা পুলিশের একটি টীম শনিবার বেনাপোল থেকে তাকে টেকনাফে আনেন।
আটক শাহজাহান সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে। জাফর আহমদ নিজেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীর তালিকাভুক্ত। জাফর আহমদের অপর ছেলে দিদার গত ফেব্রুয়ারীতে ১০২ ইয়াবা ব্যবসায়ীর সাথে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী’র কারাবন্দি স্ত্রী ফেসবুকে ভাইরাল!

পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের চেহেরার সাথে মিল থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কক্সবাজারের এক ...