প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৩ এএম

সংসার জটিলতা নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চান না অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। একটা ভালো সমাধানের জন্য অপেক্ষা করছেন তিনি।
শ্রাবন্তী বলেন, ‘এই বিষয়টি নিয়ে অহেতুক কেউ জলঘোলা করে কিছু লিখবেন না। আমি এখন আর কিছু বলতে চাই না। সময়ই নির্ধারণ করবে, আমার কী করণীয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
pran তিনি আরও বলেন, ‘আমার বক্তব্য ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস লিখে জানিয়েছি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমি সবাইকে বলতে চাই, সংসারটা বাঁচুক। আমার সন্তানেরা ব্রোকেন পরিবারে যেন বড় না হয়।’
বর্তমানে বগুড়াতে রয়েছেন শ্রাবন্তী। সেখান থেকে মঙ্গলবার দুপুরে আরটিভি অনলাইনকে শ্রাবন্তী বলেন, ‘আমার ছোট বাচ্চাটার শরীর ভালো না। শিগগিরই ঢাকায় আসবো।’
সব কিছু ভালোভাবে সমাধান হবে আশাবাদ ব্যক্ত করে শ্রাবন্তী বলেন, ‘সংসার জীবনে সমস্যা-জটিলতা আসে, সেগুলোর সমাধানও হয়। এই বিষয়টিরও নিশ্চয় সুন্দর সমাধান হবে। এটাই প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ খোরশেদ আলমের। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে।
বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স সাত। আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে তিন বছর।

চলতি বছরের ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন খোরশেদ আলম। শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৫ জুন তিনি দেশে ফিরেছেন।

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...