প্রকাশিত: ০৩/০৬/২০২০ ১১:৩৯ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে করোনা আক্রান্ত এক রোহিঙ্গা (৭১) বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-সি সাইট-২১ এর বাসিন্দা। তার এই মৃত্যু নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিইয়াহু নিউজ, ডয়েচে ভেলেটেলিগ্রাফস্কাই নিউজরয়েটার্স, মধ্যপ্রাচ্যভিত্তিক কাতারের আল-জাজিরা, যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকাভারতের এনডি টিভিসহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ প্রচার করেছে। মারা যাওয়া এ বৃদ্ধই করোনায় মৃত্যুবরণ করা প্রথম রোহিঙ্গা উল্লেখ করে শিরোনাম করেছে প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা ভূঁইয়া জানিয়েছেন , উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এ বৃদ্ধ ৩০ মে বিকেলে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ক্যাম্পের স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তার মাঝে করোনার লক্ষণ থাকায় এমএসএফ হাসপাতালে পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাকে রাখা হয় আইসোলেশনে। সেখানে দিবাগত রাতে তিনি মারা যান। যেহেতু করোনার লক্ষণ ছিল তাই স্বাস্থ্যবিধি মেনে পরদিন সকালে তাকে দাফন করা হয়। সেদিনের (৩১ মে) রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

তিনি আরো জানান, রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত রোহিঙ্গার পরিবারের খোঁজ নিয়ে তার পরিবারের ৯ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তাদের মাঝে করোনার কোন লক্ষণ না থাকায় তাদের আইসোলেশনে নেওয়া হয়নি, তবে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের কারো জ্বর বা অন্যকোন লক্ষণ দেখা দিলেই দ্রুত কোভিড-১৯ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয়া রয়েছে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে সোমবার পর্যন্ত অন্তত ৩০ জন রোহিঙ্গার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে বলে স্বাস্থ্য বিভাগের নথিভুক্ত রয়েছে। সোমবার একদিনে ৫ রোহিঙ্গার করোনা পজিটিভ এলেও একজন নতুন ও ৪ জন ফলোআপ পজিটিভ ছিল।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩৪টি শরণার্থী ক্যাম্পে আশ্রয়ে আছেন। তাদের সংখ্যা ১১ লাখের বেশি। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পেও করোনার উপস্থিতি মিলেছে। আর প্রথম কোনো রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে রোহিঙ্গা শিবিরগুলোতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের পর ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ করে দেওয়া হয়৷ তারপরও শিবিরে  সংক্রমণ আটকানো যায়নি৷

সারা দেশেও করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে৷ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের সর্বশেষ তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১ জন নতুন রোগী শনাক্ত হয়৷ এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন৷ তাদের মধ্যে মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়ে উঠেছেন৷ এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৫২৩ জন৷ এদিন মারা যাওয়াদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং চার জন নারী৷

দেশে এখন সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫২টি পরীক্ষাগারে করোনা টেস্ট করা হয়৷ গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়৷ মোট নমুনা সংগ্রহ ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি৷

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...