সোনাদিয়া দ্বীপের হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প
জীববৈচিত্র্যে ভরপুর কিন্তু এখন বিপর্যস্ত সোনাদিয়া দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প ...

রিয়াজুল হাসান খোকন, শামলাপুর::
টেকনাফ বাহারছড়ার শামলাপুরে অসহায় রোহিঙ্গাদের মাঝে নিত্য পন্য সমাগ্রী বিতরণ করা হয়েছে, এতে পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে তৈল,চুলা, আটা, ও কয়েকটি শুকনো খাবার জাতীয় পণ্য। আর পণ্য সামগ্রীর বিতরণের নেতৃত্ব দেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন ও বাহারছড়া ১ ওয়ার্ডের ইউপি সদস্য ও দানভীর মোঃ ইউনুছ। এ দিকে ইউপি সদস্য মোঃ ইউনুছ জানান রাষ্ট্রীয় সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যােগে অসহায় রোহিঙ্গাদের মাঝে কোনো বৈষম্য ছাড়া কার্ডধারী সকল রোহিঙ্গাদের মাঝে উক্ত পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আর উক্ত পণ্য সমাগ্রী সাহায্য পেয়ে রোহিঙ্গরা অনেক খুশি বলে জানান অনেক রোহিঙ্গা নারী পূরুষ।
পাঠকের মতামত