উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৫/২০২৩ ৩:০৯ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নাম না জানা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ মে) দিবাগত রাত ৩টার দিকে ক্যাম্পের জি ব্লক/১ এ ঘটনাটি ঘটে।

রোববার (৭ মে) দুপুর ১টা ২০ মিনিটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা বলেন, ‘১৩ নম্বর ক্যাম্পের মাঝি সৈয়দ হোসেনকে মারতে গিয়ে তাকে না পেয়ে তার মা ও আত্মীয়দের মারধার করে সন্ত্রাসীরা। পরে ফিরে আসার সময় নাম না জানা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।’

ওসি মোহাম্মদ আলী বলেন, ১৩ নম্বর ক্যাম্পে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ওই ক্যাম্পের বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

ক্যাম্পে রোহিঙ্গার হাতে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, আটক ৩

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রধারী দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৫। উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকা থেকে ...

কক্সবাজার-১ আসন: এমপি জাফর আলমের বিরুদ্ধে লড়বেন তাঁরই একমাত্র ছেলে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ...