ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৫ ৮:০৬ এএম , আপডেট: ১১/০৫/২০২৫ ৮:১৩ এএম


রামুর খুনিয়া পালংয়ে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলে খুনিয়াপালং সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছে। যেখানে ১ জনের অবস্থা আশংকাজনক।


আহত অবস্থায় ৩ জনকেই সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মেহেদী হাসান অপি । তার নিজবাড়ী চাঁদপুর। বাবার চাকরির সুবাদে তারা উখিয়ার কুতুপালং এ বসবাস করে আসছে। সে তার বাবামঞ্জুর আহমেদের একমাত্র পুত্র সন্তান।


নিহত মেহেদী হাসানের সহপাঠীরা টিটিএনকে জানান, হঠাৎ করে তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে দ্রুত হাসপাতালে ছুটে আসেন।

তার সহপাঠী মো সোহাইবুল ইসলাম বলেন, ” মেহেদী হাসান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১৬ ব্যাচের শিক্ষার্থী। বাবার দীর্ঘদিন চিকিৎসা শেষে বাবাকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যেই এই দুর্ঘটনার শিকার হন। তারা পিতা পুত্র দুজনই ছিল সিএনজিতে। মেহেদী হাসানের পিতাকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মেহেদী হাসানের অপর এক সহপাঠী জয়নুল আবেদীন টিটিএনকে জানান, আমরা শোনা মাত্রই হাসপাতালে ছুটে এসেছি। এসে দেখি মেহেদী হাসান আর আমাদের মাঝে নেই। তার পিতাকে আশংকাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...