ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১০:০২ এএম

ইহুদিবাদী দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। ফলে এসব দেশে প্রবেশ করতেও পারেন না ইসরায়েলিরা। এমনকি তাদের পাসপোর্টও বৈধ বলে স্বীকৃতি দেয় না এসব মুসলিম দেশ। এ ছাড়া এর সঙ্গে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের বিষয়ও রয়েছে। তবে এসবের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।

ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস নামের এক প্রতিষ্ঠান বেশ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা এসব দেশ ইসরায়েলিদের নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দেয় না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৪ মার্চ প্রকাশ করা ওই তালিকায় বাংলাদেশ রয়েছে। এ ছাড়া বাকি দেশগুলো হলো আলজেরিয়া, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন।

ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকসের পোস্টের জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা তাদের একটি অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এর জবাবে বলেন, ঠিক আছে। এ ছাড়া অতিরিক্ত কিছু বলেননি দেশটির কর্মকর্তারা।

ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া
জানা গেছে, মধ্যপ্রাচ্যে কেবল সংযুক্ত আরব আমিরাতে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। অর্থাৎ দেশটিতে তারা সরাসরি সাক্ষাতে ভিসা সুবিধা পান।

ইসরায়েলি কর্মকর্তাদের এ জবাব ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে অনেকে পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, আমার ইসরায়েলি পাসপোর্ট নেই। তা সত্ত্বেও আমি এসব দেশে যেতে চাই না।

আরেক ব্যবহারকারী লেখেন, যেভাবে সবকিছু হচ্ছে। আর কয়েকদিন পর শুধু আর্জেন্টিনা ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করবে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ১৭১টি অঞ্চলে ইসরায়েলিরা ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকেন। এ ছাড়া বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০তম অবস্থানে রয়েছে ইসরায়েল।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...