প্রকাশিত: ২৭/০৯/২০১৮ ৯:১৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কৌশলে বাংলাদেশি সাজিয়ে এক রোহিঙ্গা যুবতীকে পাচারের সময় আইউব আলী (২৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে তার (এসিল্যান্ড একরামুল ছিদ্দিক) নেতৃত্বে বিশেষ টহলের সময় উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে সন্দেহ হলে একটি সিএনজি থামানো হয়। পরে বেশ কিছুক্ষণ কথা বলার ওই যুবতী নারীকে রোহিঙ্গা হিসেবে সনাক্ত করা হয়।

এসময় রোহিঙ্গা যুবতীর স্বীকারোক্তির ভিত্তিতে পাচারকারী আইউব আলীকে আটক করা হয়। আইউব আলী কক্সবাজার শহরের কলাতলী এলাকার আমির হোসেনের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেন তিনি।

তিনি আরও বলেন, পরিচয় গোপন করে রোহিঙ্গা যুবতীকে সিএনজিতে (অটোরিক্সা) করে কৌশলে ক্যাম্প থেকে পাচার করছিল ওই পাচারকারী। ওই রোহিঙ্গা যুবতী কুতুপালং ডি-৫ এর বাসিন্দা। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...