প্রকাশিত: ১৪/১০/২০১৭ ৮:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৭ পিএম

স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক হলে তো কথাই নেই। তবে এর বিপরীত যদি ঘটে! হ্যাঁ, বিপরীতটাই ঘটেছিল যুক্তরাজ্যের এক ব্যক্তির জীবনে। এর খেসারতও দিয়েছেন তিনি। বউয়ের জ্বালায় অতিষ্ট হয়ে বাড়ি ছাড়া ম্যাকলম অ্যাপেলগেট নামের এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যের বার্মিংহামে। পেশায় মালি ম্যাকলম জানিয়েছেন, এজবাস্টনে স্ত্রীর সঙ্গে প্রথম দেখা হয় তার। তারপর বার্মিংহামে তাদের বিয়ে হয়। প্রথম তিন বছর সব ঠিকই ছিল। কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্যা।

বউয়ের সঙ্গে রোজ ঝগড়া, কথা কাটাকাটি নিয়ে অশান্ত দিন কাটতে থাকে ম্যাকলমের। কারণ বউয়ের দাবি ছিল, কাজের দিকে বেশি মন দিচ্ছেন তিনি, স্ত্রীয়ের দিকে তার একটুও নজর নেই। কিন্তু তখন তিনি বোঝাতে পারেননি, কাজ করতে ভাল লাগে তার। এরপরই কাউকে না জানিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। ম্যাকলম জানিয়েছেন, যেদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, সেদিন বাড়ির সমানে মোটর সাইকেলটি তালা দেওয়া অবস্থায় ছিল। তাই হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তিন সপ্তাহের যাত্রার প্রায় অর্ধেকটাই হেঁটে যান তিনি। কিংস্টোনে যাওয়ার পর সেখানকার একটি বাগান পরিচর্যার কাজে লেগে যান তিনি। সেখানে ধীরে ধীরে একটি বাগান গড়ে তোলেন। এই স্বেচ্ছা নির্বাসনের ১০ বছর বাড়ির কোনও সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল না। তাই বাড়ির সবাই ভেবেছিলেন তিনি মারা গেছেন। কিন্তু শেষ পর্যন্ত তার খোঁজ পায় প্রশাসন। পরে তাকে নিয়ে আসা হয় লন্ডনের একটি শিবিরে। সেখানেই আপাতত আছেন ম্যাকলম। ইচ্ছা মতো বাগানের কাজ করছেন। আর উপার্জনের অর্থ দিচ্ছেন গৃহহীনদের। সমকাল

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...