প্রকাশিত: ১৭/০৬/২০১৭ ৫:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২১ পিএম

স্টাফ করেসপন্ডেট::
শিরিন শিলা একজন বাংলাদেশি আলোচিত অভিনেত্রী। ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ তার। গত ৮ জুন বিডি২৪লাইভ ডট কম একটি সাক্ষাতকার দিয়েছেন অভিনেত্রী শিরিন শিলা। এরই ধারাবাহিকতায় বিনোদন বিভাগ থেকে আবারও যোগাযোগ করা হয় শিরিন শিলার সাথে। যোগাযোগের বিষয় ছিলো ফেসবুক লাইভ নিয়ে।

আজ শনিবার রাত ৮টার সময় বিডি২৪লাইভের ফেসবুক পেইজে লাইভে আসতে রাজি হন শিরিন শিলা। এবং সকল প্রস্তুতি সম্পন্ন করে বিডি২৪লাইভ কর্তৃপক্ষ। হঠাৎ করেই বিডি২৪লাইভ’র বিনোদন প্রতিবেদক আরেফিন সোহাগকে মোবাইলে কল করে বিকেল ৩টা ৩০ মিনিটে শিরিন শিলা বলেন, “তোমরা তোমাদের বেনিফিটের কথা যেমন চিন্তা কর আমিও আমারটা চিন্তা করি। অমি ফ্রি সার্ভিস দেইনা। আর আমি শিরিন শিলা সবাই চিনে জানে। আমার ফেস তো নতুন না। আমি পারবো না তোমাদের লাইভে যেতে।”

তিনি আরো বলেন, “আমি তোমাদের ওখানে যাব আমার লাভ কি? আমি এই বিষয়টি নিয়ে একজনের সাথে কথা বললাম সে আমাকে বলল তুমি যে যাবে তাতে তোমার লাভ কি। আর কোন অনলাইনে লাইভ করাটা আমি এনজয় করিনা।”

আজ ১৭জুন (শনিবার) ইতিমধ্যে শিরিন শিলা লাইভে আসছেন এমন শিরোনামে বিডি২৪লাইভ-এ নিউজ প্রকাশিত হয়েছে। বিগত সময় শিরিন শিলাকে নিয়ে সময়ের উপযোগী অনেক খবর প্রকাশ করেছে বিডি২৪লাইভ ডট কম।

শিরিন শিলা গত ১৬ই জুন সন্ধ্যায় প্রতিবেদককে বলেন, “ভাইয়া আমি কালকে বাসায় ইফতারি করে বের হব। সন্ধ্যায় রাস্তা ফাঁকা থাকে আমি সময় মতো পৌঁছে যাব। তোমরা কোন চিন্তা করো না।”

আজ শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটে প্রতিবেদককে কল করে নিউজ দিতেও বলেন শিরিন শিলা। লাইভে যাওয়ার সকল প্রস্তুতি যখন শেষ তখনই কেন না আসার সিদ্ধান্ত নিলেন তিনি সেটা অজানা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিডি২৪লাইভ পরিবার।

বিষয়টি নিয়ে আর কোন কথাও বলতে চাননি শিরিন শিলা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিনোদন সাংবাদিক মহলে বেশ আলোচনা শুরু হয়ে গেছে।

এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন বিডি২৪লাইভকে বলেন, “শিরিন শিলা কাজটা ঠিক করেনি। যদিও আমার বলা ঠিক না। তবুও বলছি কথা দিয়েছে যখন তখন কাজটা তুলে দেওয়া উচিত ছিলো তার।”

বিষয়টি নিয়ে বিডি২৪লাইভ স্টাফ করেসপন্ডেন্ট মনিরুল ইসলাম বলেন, “তার এই ধরনের অনাকাঙ্খিত কান্ডের জন্য নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তাহলে কি তিনি অর্থের লোভেই সব করতে রাজি? নাকি তিনি শুধু অর্থের জন্যই মিডিয়াতে কাজ করেন? তার এমন আচরণের জন্য বিডি২৪লাইভ ডট কম পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে নোটিশ পাঠাতে বাধ্য হবো।”

এনটিভির বিনোদন প্রধান মাজহার বাবু বিডি২৪লাইভকে বলেন, “এটা তিনি ঠিক করেন নি। একজন শিল্পী হুট করে হয়না। একজন শিল্পী হয়ে উঠার পিছনে যেমন পরিচালক, প্রডিউসার, ক্যামেরাম্যানের অবদান থাকে ঠিক তেমনই একজন সাংবাদিকের অবদানও থাকে। তিনি এ ধরনের অনুষ্ঠানে আসেন না সেটা যখন তাকে কনটাক্ট করা হয় তখনই সে বলতে পারতো। এখন সব কিছু রেডি কেন তিনি এমন করবেন।”

উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের অনেক আগেই মিডিয়ায় এসেছেন শিলা। ঢাকার ডেমরার মেয়ে শিলা ছোটবেলা থেকেই নাচ শিখেছেন সুরছন্দ ললিতকলা একাডেমিতে। অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে। এর পর মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ-এ অভিনয় করেন তিনি। এ ছাড়া হিরো, বনবালা, রঙের সংসার, পণ্ডিতের মেলাসহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। নাচ আর নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েই সিনেমায় ভাল কিছু করার স্বপ্ন দেখেন শিলা। তার আদর্শ অভিনেত্রী শাবনূর। এ আদর্শকে সামনে রেখেই পথ চলতে চান। স্বপ্ন দেখেন অনেক বড় অভিনেত্রী হওয়ার। স্বপ্ন একদিন পূরণ হবে- এমন আশাবাদও তার মধ্যে প্রচুর।

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...