ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৪ ৯:১৭ পিএম , আপডেট: ০১/০৯/২০২৪ ৯:৩২ পিএম

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলামের (এস আলম) হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদের সব সদস্যই স্বতন্ত্র পরিচালক। এর মধ্য দিয়ে এস আলম গ্রুপের হাতে থাকা সবগুলো ব্যাংকের পর্ষদই ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক।

এর আগে এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছেন- স্বতন্ত্র পরিচালক এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম এবং চার্টার্ড অ্যাকাউন্ট মো. রাগিব আহসান এফসিএ।


এর মধ্যে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...