প্রকাশিত: ০৯/০২/২০১৭ ৯:০৭ পিএম
স্টাফ করেসপন্ডেন্ট::

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও এ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেছেন, আমাদের (বাংলাদেশ) ফরেন পলিসিতে (পররাষ্ট্র নীতি) যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে রোহিঙ্গা ইস্যু অন্যতম চ্যালেঞ্জ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে তা আমরা (সংসদীয় কমিটি) সমর্থন করি।

দশম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ডা. দীপু মনি এসব কথা জানান। সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্ব এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক এ পররাষ্ট্র মন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সম্পর্কে পরবর্তি বৈঠকে বিস্তারিত আলোচনার জন্য আজকের সভা মূলতবী করা হয়েছে।

কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, মোঃ সোহরাব উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আলোচনা হয়। এছাড়া মীয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সাম্প্রতিক নৃশংস নির্যাতনের প্রেক্ষিতে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ, আন্তর্জাতিক পরিমন্ডলে এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া এবং মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা চ্যালেঞ্জকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করা হয় বৈঠকে।

যে সকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে তাদের মীয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যারা নতুনভাবে প্রবেশ করেছে তাদেরকেও ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের সাথে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হকসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

চাকরি ছেড়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা। এসব কর্মকর্তার বেশিরভাগই শিক্ষা ...

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে ইতিবাচক মিয়ানমার

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক ...

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টির ...