প্রকাশিত: ২৪/০৫/২০১৬ ৬:৪৬ পিএম , আপডেট: ২৪/০৫/২০১৬ ৬:৪৬ পিএম

sabira-model_13952_1464079050ডেস্ক রিপোর্ট ::

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মার্কেটিং এক্সিকিউটিভ ও মডেল সাবিরা হোসাইন আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে সাবলেটের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

রূপনগর থানার ডিউটি অফিসার জোহরা আকতার যুগান্তরকে জানান, খবর পেয়ে সাবিরার ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, সহকর্মী প্রেমিক নির্ঝর সিনহা রওনকের সঙ্গে অভিমান করে সাবিরা আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে সাবিরা নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।প্রেমিকের প্রতারণা, মডেল সাবিরার আত্মহত্যা [ভিডিও]সাবিরা হোসাইনের ফেসবুক স্ট্যাটাস

এতে তিনি তার মৃত্যুর জন্য প্রেমিক নির্ঝরকে দায়ী করে গেছেন। এছাড়া ফেসবুক পেজে একটি ৯ মিনিটের ভিডিও আপলোড করে গেছেন সাবিরা।

ভিডিওটিতে একটি ছুরি হাতে সাবিরাকে বারবার পেটে ও গলায় চাপ দিতে দেখা যায়। কিন্তু ব্যর্থ হওয়ায় তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। এবার পরবর্তী পদক্ষেপ নেব।’

ফেসবুক স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের সহকর্মী ও প্রেমিক আলোকচিত্রীকে উদ্দেশ্য করে সাবিরা হোসাইন লিখেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো- প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো তোমার কী একটুও খারাপ লাগেনি?’

প্রেমিকের প্রতারণা, মডেল সাবিরার আত্মহত্যা [ভিডিও] রওনকের ফেসবুক থেকে নেয়া ছবিনির্ঝরকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য।’

এরপর প্রেমিক নির্ঝর সিনহা রওনককে মেনশন করে সাবিরা আরও লিখেন, ‘আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তোমার।’

উল্লেখ্য, সাবিরা হোসাইন বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিজিউটিভ ছিলেন। এখানে যোগদানের আগে মোহনা টেলিভিশনে কাজ করেছেন তিনি।

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...