প্রকাশিত: ১৫/০৯/২০১৯ ৮:২৭ পিএম

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রোববার (১৫ সেপ্টেম্বর)।

দেশের ৬৩ জেলার বিদ্যালয়ে নিয়োগের জন্য এতে ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

গত ২৪ ও ৩১ মে এবং ২১ ও ২৮ জুন লিখিত পরীক্ষায় ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন অংশগ্রহণ করেছিলেন।

রবীন্দ্রনাথ রায় আরো জানান, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

ফলাফল dpe.gov.bd -তে পাওয়া যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব ডিসি সম্মেলনে

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব উঠেছে জেলা প্রশাসকদের সম্মেলনে। একইসঙ্গে প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ...

উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে এ প্লাস কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

উখিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ পরীক্ষায় ৩৫ জন এ ...