প্রকাশিত: ২২/০৩/২০১৭ ৮:৫৪ এএম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অদিতা বড়ুয়া। গতকাল ২১ মার্চ সকাল ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বর্ণপদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অদিতা বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
তিনি ২০১৩-১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স’ান অর্জন করেন এবং সর্বোচ্চ নম্বর পান। অদিতা বড়ুয়া রাউজানের হোয়ারা পাড়া (ধুমার পাড়া) ইঞ্জিনিয়ার অধীর বড়ুয়া ও আল্পনা বুড়য়ার কন্যা।
প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৬ থেকে প্রধানমন্ত্রীর এ স্বর্ণপদক প্রবর্তন করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স’ান অর্জনকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বর ধারীদের স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি

পাঠকের মতামত

সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি নেইউখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সরকারি-বেসরকারি অফিস, এনজিও সংস্থা, হাসপাতাল, ক্লিনিক, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ...

প্রেমিকার সঙ্গে ঝগড়ার জের বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কক্সবাজারে যুবকের আত্মহত্যা

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ ...