প্রকাশিত: ২২/০৮/২০১৬ ৮:০৭ এএম

এ,ম,এস রানা::
লোকে বলে অতি লোভে তাতি নষ্টা লোভ করলে ঠকতে হয় এ কথা আবার প্রমান করলো উখিয়ার এক যুবতী, দুই লক্ষ টাকার লোভে হারালেন সাড়ে ৩৪ হাজার টাকা এদিকে মাথায হাত বিকাশ দোকান ব্যবসায়ীর । এই মহা প্রতারনার ঘটনা টি ঘটেছে উখিয়া কোটবাজারে।
উখিয়া রত্না পালং রুহুল্লা ডেবা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ঐ যুবতী বলেন গতকাল বিকালে ০১৮৮২১৬৬৩৪২ নং থেকে রবি অফিসের বরাত দিয়ে জানানো হয় সারা দেশে কোম্পানী ১০ জন গ্রাহক কে পুরুস্কার হিসেবে দেড় লক্ষ টাকা দেবে তার মধ্যে তিনি একজন। ঐ টাকা পেতে হলে আগে তাদের কে ৩৫ হাজার টাকা দিতে হবে। অল্প টাকার বিনিময়ে অধিক টাকার লোভে পড়ে বিকাল সাড়ে চার টার সময় ছুটে যান পুর্বপরিচিত কোটবাজার এন আলম মার্কেটের রাকিব ইন্টারপ্রাইজে এখান থেকে ৩ ধাপে ৩৪ হাজার ৫০০ শত টাকা পাঠানোর পর ০১৮৭৯১৮৮৮৬৩ থেকে প্রতারক চক্র ফোন করে বলে আপনার টাকা পেযেছি, কোম্পানী এই মাত্র সিদ্বান্ত নিযেছে আপনাকে পুরো দুই লক্ষ টাকা দেওয়া হবে তার জন্য আপনাকে আরো ২৫ হাজার সহ মোট ৬০ হাজার টাকা দিতে হবে। ঐ যুবতী দোকান দারকে আরো টাকা দিতে বললে তার সন্দেহ হলে বিকাশ করা টাকা দাবী করে বলেন বিকাশ দেওয়া টাকা পরিশোধ করলে পরবর্তি টাকা দেওয়া হবে। এদিকে যুবতী আত্নবিশ্বাস তার কাছে টাকা আসবে সেখান থেকে টাকা পরিশোধ করা হবে, দির্ঘ সময় টাকা না পাঠালে প্রতারক চক্র বুঝতে পারে আর কাজ হবে না। যা হওয়ার তাই হলো মোবাইল বন্দ্ব, ঐযুবতীর বুঝতে আর বাকী রইলো না সে প্রতারনা শিকার হয়েছে।
ব্যবসায়ী তার টাকার পরিশোধের জন্য যুবতী কে দোকানে আটকে রেখে খবর দেওয়া হয় অভিভাবক কে অবশেষে তারা টাকা পরিশোধের মুচলেকা দিলে রাত ৮টায় ঐ যুবতী বাড়ি ফেরে।শুধু ঐ যুবতী নয, এ রকম প্রতারনা শিকার হচ্ছে হাজার হাজার মোবাইলসংশ্লিষ্ট কোম্পানী থেকে বার বার সথর্কতা অবলম্বন করার জন্য বলা হলেও প্রতারক চক্রে ফাঁদে পড়ে সর্বশ্য খুইয়ে চলেছে অনেক আনাড়ি গ্রাহকরা।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ...

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ ...

রোহিঙ্গা স্থানান্তর বন্ধ, ভাসানচর প্রকল্প ছিল ‘ভুল সিদ্ধান্ত’

কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের একাংশ সরিয়ে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ...