প্রকাশিত: ০৪/১১/২০১৬ ৭:০৩ এএম

mousumi1478173473বিনোদন প্রতিবেদক : আজ ৩ নভেম্বর জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন।

বুধবার ২ নভেম্বর দিবাগত রাত ১২টায় জন্মদিন উপলক্ষে কেক ও ফুল নিয়ে হাজির হন তার শুভাকাঙ্ক্ষীরা। শুরু হয় জন্মদিনের পার্টি।

পার্টিতে কেক কাটার পর মৌসুমীর প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর জনপ্রিয় গান ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’এবং ‘এখন তো সময় ভালোবাসার’ গান দুটি গেয়ে শোনান কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। এ সময় তার সঙ্গে গোলা মেলান মৌসুমী ও পূর্ণিমাও।

গান চলাকালীন সময়ে মৌসুমীর পাশেই ছিলেন ওমর সানি। হঠাৎ করেই সবার সামনে স্ত্রীর গালে ভালোবাসার চুম্বন এঁকে দেন তিনি। এরপর স্ত্রীকে কেক খাইয়ে দেন এ তারকা।

মৌসুমীর জন্মদিনের আনন্দঘন এ সময়টি ওমর সানির ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। লাইভে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মজা সহকর্মীরা তার সঙ্গে রসিকতা করেন।

মৌমুসীর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন- চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক আমিন খান, অমিত হাসান, মিশা সওদাগর, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, গীতিকার কবির বকুল, পুত্র ফারদিন এহসান স্বাধীন, কন্যা ফাইজাসহ অন্যান্য আত্মীয়স্বজনরা।

ভিডিও……

 

রাইজিংবিডি

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...