প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ৯:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৩ পিএম

গত ২৪ আগস্ট উখিয়ার অনলাইন ” উখিয়া ক্রাইম নিউজ. কম ও ২৫ আগস্ট কক্সবাজারের দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকায় “ঘুমধুম সীমান্তের শীর্ষ ইয়াবা ডন আকবর অধরা “শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উপস্থাপিত তথ্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দ্যোশ্যমুলক এবং বিভ্রান্তিকর। প্রকৃত পক্ষে আমি বিগত ৮ /৯ বছর আগে থেকে হোটেল ব্যবসা করে আসছিলাম। হোটেল ব্যবসার যাত্রা ঘুমধুম বেতবুনিয়া বাজারে নিজেদের (বাবার) হোটেল থেকে শুরু করি। বাবার হোটেল ব্যবসার অভিজ্ঞতাকে কাজে লাগাতে টেকনাফে চলে যায়। সেখানে একটি হোটেল লীজ /ভাড়া নিয়ে পার্টনারে ব্যবসা শুরু করি। রাতের থাকার ও খাবার হোটেলে বহু ধরণের বোর্ডার আসতো। কার পেশা কি? সেটা জিজ্ঞেস করে লিখা হলেও প্রকৃত চরিত্র সম্পর্কে আমি কেমনে জানবো? হোটেল ব্যবসা নিয়ে টেকনাফের এক অংশীদারের সাথে মনোমালিন্য হয়। এর জেরে চট্রগ্রামের একটি হোটেলে আমাকে হোটেলের মালামাল কিনতে নিয়ে যায়, আমি সেখানে ষড়যন্ত্রের শিকার হয়ে মাদক মামলায় ফাঁসিয়ে আটক করায়। সল্প সময় জেল ভোগ করি। আমার ব্যবসায়ীক সফলতা দেখে একটি মহল ক্ষুদ্ধ হয়ে ওঠে। উক্ত ষড়যন্ত্রকারী মহল মিথ্যা মামলায় আমাক ফাঁসিয়েছে, ভাইকে ফাঁসিয়েছে, ব্যবসায়ী ক্ষতি সাধনের কুবাসনায় আমাদের পরিবারের পিছু নিয়েছে। যেহেতু আমাদের পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবকদলের সহ -সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছি । আমি পারিবারিক ভাবে ব্যবসায়ীর ছেলে। আমার বাবা ছৈয়দ করিম তৎকালীন বিডিআর বাহিনীতে চাকরীরত ছিলেন। চাকরী ইস্তফা দিয়ে ঘুমধুম বেতবুনিয়া বাজারে হোটেল ব্যবসা শুরু করেন। বাবার ব্যবসা দেখে আমিও হোটেল ব্যবসায় ঝুঁকে পড়ি। টেকনাফ পৌর শহরে একটানা প্রায় ৬ /৭বছর সততার সাথে হোটেল ব্যবসা করে সফলতা পায়। একে একে বৈধ উপায়ে নিজের এলাকায় জীবন জীবিকার তাগিদে ক্ষুদ্র ২টি দোকান খুলে ভাইদের নিয়ে নুনে -ভাতে শান্তিপুর্ণ জীবন চালাচ্ছি। আমি নিজেও এলাকার বাইরে থেকে হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছি। কোন অনৈতিক কাজে জড়িত নাই। কোটিপতি হওয়াতো দুরের কথা, ধারদেনায় দোকান খুলে কর্জের ভারে জর্জরিত। টেকনাফের নুর মোহাম্মদ ও জাকু কে? আমি চিনিনা, জানিনা। তাদের সাথে আমার ইয়াবা ব্যবসা হাস্যকর বিষয়। বর্তমানে হালাল ব্যবসায় জীবিকা নির্বাহ করছি। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়ে মানবেতার জীবন যাপন করছি এলাকার বাইরে থেকে। এর পরও কুচক্রি মহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ ছাপিয়ে আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক মান মর্যাদা ক্ষুন্ন করতে ওঠেপড়ে লেগে আছে। আমি প্রকাশিত সংবাদের মিথ্যাচারে আইনপ্রয়োগকারী সংস্থা সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার সবিনয়ে অনুরোধ করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
আকবর, পিতা -সৈয়দ করিম সওদাগর, ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

পাঠকের মতামত

বন্ধুত্বের বার্তা দিলো আরকান আর্মি! গুতেরেস চান সংলাপ

বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আগ্রহ দেখিয়েছে মিয়ানমারের রাখাইনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইউনাইটেড লীগস ...