প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:৩৮ এএম , আপডেট: ১৪/০৩/২০১৭ ৯:৩৯ এএম

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে শালিসী বৈঠক চলাকালে বিবাদীকে পেঠালেন বাদি। এ সময় বাদি পরিষদের চেয়ারও ভাংচুর করেন। এ ঘটনায় খোদ ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত জনপ্রতিনিধিরা হতভম্ব হয়ে যান। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত জনপ্রতিনিধি ও হামলায় আহত বিবাদী অভিযোগ করেন, বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা গ্রামের মোহাম্মদ হোছাইনের ছেলে মো. ফোরকান ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী জয়নাল আবেদীনের বিরুদ্ধে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার বিচারের দিন ধার্য্য করেন চেয়ারম্যান মাওলানা এইচএম বদিউল আলম। দুপুর দুইটার দিকে বিবাদী জয়নাল আবেদীন গ্রাম আদালতে উপস্থিত হন। বিচারকেরাও যথাসময়ে গ্রাম আদালতে উপস্থিত হন। বাদি ফোরকান ৩টার দিকে উপস্থিত হয়ে বিবাদী জয়নাল আবেদীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার নিয়ে পেঠাতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনপ্রতিনিধিরা বাদি মো. ফোরকানকে নিবৃত্ত করেন।

বিবাদী জয়নাল আবেদীন বলেন, ফোরকান তাকে মারধর করে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ইউপি কার্যালয় থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

বারবাকিয়া ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক এইচ এম বদিউল আলম বলেন, সোমবার বিচারের দিন ধার্য্য ছিল। বাদি-বাবাদিও উপস্থিত হন। কিছু বুঝে উঠার আগেই বাদি ফোরকান বিবাদী জয়নাল আবেদিনের উপর হামলা চালায়। পরে বিবাদী জয়নালকে গ্রাম পুলিশ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...