প্রকাশিত: ১৯/০১/২০২২ ৫:৩১ পিএম

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ ইয়াসিন আরফাত (২৫) নামের এক যুবককে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার টৈটং হাজি বাজার সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ইয়াসিন আরফাত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার সামশুল আলমের পুত্র বলে জানা গেছে। এসময় তাকে তল্লাশি করে ১৫’শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার ও এস আই মিন্নাতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পেকুয়ার টৈটং হাজি বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ইয়াবা নিয়ে টেপনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পেকুয়া হয়ে বাঁশখালী যাওয়ার পথে টৈটং হাজি বাজার সংলগ্ন এলাকায় তাকে আটক করে।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ইয়াবা পাচারকালে আমরা অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

 

পাঠকের মতামত

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ...

উখিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের ...