প্রকাশিত: ২৮/০১/২০১৮ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩০ এএম

বিনোদন ডেস্ক:

চারদিকে সবুজের সমারোহ। উঁচু–নিচু পাহাড়। আকশে সাদা মেঘের ভেলা। মাঝে মাঝে পাহাড় আর মেঘের মধ্যে দেখা মিলবে সূর্যের লুকোচুরি খেলা। প্রকৃতির এমন মনমুগ্ধকর পরিবেশ যে কারও হৃদয় ছুয়ে দিবে নিমিষেই। এমন মনোরম বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে এবার ধারণ করা হয়েছে নৃ–তাত্ত্বিক জনগোষ্ঠীদের পরিবেশনা নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান পাহাড়িয়া মন। অনুষ্ঠানে নৃ–গোষ্ঠীদের পরিবেশনার পাশাপাশি তাদের জীবন বৈচিত্রও তুলা ধরা হয়েছে। মোট চার পর্বে ধারণ করা এই অনুষ্ঠানে বাংলার দার্জেলিং খ্যাত রাঙামাটির সাজেকে বিভিন্ন দৃশ্যসহ অন্যান্য বিষয়েরও দেখা মিলবে।

প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী জানান, অনুষ্ঠানের ভিন্নতা আনার জন্য এবার নৃ–গোষ্ঠীদের পরিবেশনাসহ রাঙামাটির দুর্গম এলাকায় বসবাসরত নৃ–গোষ্ঠীর জীবনধারা তুলে ধরা হয়েছে। তাছাড়া ওই এলাকার বিভিন্ন দৃষ্টি নন্দনস্থানসহ বিভিন্ন বিষয়ের দেখা মিলবে অনুষ্ঠানে।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...