প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৭:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৭ পিএম

বার্তা পরিবেশক::
উখিয়া উপজেলার ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ ও ১নং ওয়ার্ডের সদস্য নুরুল আবছার চৌধুরী এক বিবৃতিতে ৩নং ওয়ার্ডের সদস্য মোজাফফর আহমদ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত, এ সংক্রান্ত কয়েকটি প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করেন।এ প্রসঙ্গে বিবৃতিতে নুরুল আবছার চৌধুরী বলেন, তিনি উক্ত ইউপির ১ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। পরবর্তী ২৭ /০৮ /২০১৭ইং তারিখে ইউপি সদস্যগণের প্রত্যক্ষ ভোটে প্যানেল চেয়ারম্যান -১ নির্বাচিত হন, সৎ ও নিষ্ঠার সহিত দায়ীত্ব পালন করে আসছিলেন। সামপ্রতিক সময়ে উক্ত ইউপির কয়েকজন সদস্যকে নানা হুমকি -ধমকি, মিথ্যা মামলায় জড়াবে, সরকারি প্রকল্প পাওয়া থেকে বঞ্চিত করবে মর্মে জিম্মি করে প্যানেল চেয়ারম্যান পদ থেকে অপসারণের ব্যর্থ চেষ্টা চালিয়ে সফল হয়নি খোদ চেয়ারম্যান গফুর উদ্দিন। ফলশ্রুতিতে চেয়ারম্যানের বহুমুখী ষড়যন্ত্র আচঁ করতে পেরে নুরুল আবছার চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সমপ্রতি অভিযোগ দায়ের করে প্রতিকার কামনা করেন। এরপরও চেয়ারম্যানের ষড়যন্ত্র থেমে নেই। আমাকে ৭ জন ইউপি সদস্য গণ সাক্ষর দেন প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইউপি সদস্যদের গণ সাক্ষরিত সমর্থনকে পাশ কাটিয়ে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে গত সপ্তাহ ধরে চেয়ারম্যান প্রচার করছেন, তিনি হজে যাচ্ছেন। তখনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরীর নাম ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক সামনে চলে আসে এবং সংখ্যাগরিষ্ঠ ইউপি সদস্যরাও সাক্ষর করে চেয়ারম্যান কে অবগত করেন। কিন্তু চেয়ারম্যানের কুট কৌশল আচঁ করতে পেরে প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী তার পক্ষ নেয়া ইউপি সদস্য ( পুর্বের সাক্ষর) ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বকতার আহমদ, ৭নং ওয়ার্ডের নুরুল হক, ৮নং ওয়ার্ডের কামাল হোসাইন, সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫, ৬) ওয়ার্ডের রিজিয়া বেগম ও (৭, ৮, ৯) ওয়ার্ডের রাশেদা বেগম সাক্ষর করা একটি আবেদন গত ২০ /০৮ /২০১৬ইং তারিখ কক্সবাজার জেলা প্রশাসক বরাবর দায়ের করেছেন। তাতে বিধি বহির্ভূতভাবে রাতের আধারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করে চেয়ারম্যান গফুর উদ্দিন এর এহেন ষড়যন্ত্রের প্রতিকার চেয়েছেন নুরুল আবছার চৌধুরী। ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যান -১ নুরুল আবছার চৌধুরীই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যা ৭ জন ইউপি সদস্যই নিজেরা নিজ -নিজ সাক্ষর করে জানান দেন এবং অবগত করেন। চেয়ারম্যানের নীলনকশায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাফফর আহমদ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন। অপরদিকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ নুরুল আবছার চৌধুরীই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন। দু, পক্ষের দুজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে শান্তিপুর্ণ পরিষদের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করছেন পালংখালীবাসী।নুরুল আবছার চৌধুরী অভিযোগ করে জানান, চেয়ারম্যান গফুর উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ বহু মামলা বিচারাধীন রয়েছে। সে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে বর্তমান সরকার ও সরকার প্রধান শেখ হাসিনার ভার্বমুতি প্রশ্নবিদ্ধ হয় এমন গর্হিত কাজে লিপ্ত রয়েছেন। নুরুল আবছার চৌধুরী মুক্তিযোদ্ধার সন্তান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহ শ্রমিক সংগঠন, মসজিদ মাদ্রাসা, সামাজিক ও সাংস্কৃতিক বহু সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তিনিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবী করে দুইজনের মধ্যকার সাংঘর্ষিক ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানান। দুইজনই ভারপ্রাপ্ত দাবী করে কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে এর জন্য চেয়ারম্যান গফুর উদ্দিনই দায়ী থাকবেন বলে জানান। তাই এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন খোদ প্যানেল চেয়ারম্যান -১ নুরুল আবছার চৌধুরী সহ আপমর শান্তি প্রিয় পালংখালী বাসী।এ বিষয়ে পালংখালী ইউপির সচীব মোঃ নাসির উদ্দিনের নিকট জানতে চাইলে, তিনি জানান, কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা আমি জানিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষরিত চিঠি না পাওয়া পর্যন্ত বলতে পারছিনা। চিঠি পেলে নিশ্চিত হওয়া যাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী না মোজাফফর আহমদ?। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন বলেন, এখনো পর্যন্ত ডিসি স্যারের কোন চিঠি পাইনি, তাই বলা যাচ্ছেনা।

নুরুল আবছার চৌধুরী,
প্যানেল চেয়ারম্যান -১
পালংখালী ইউপি।
018156743

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...