প্রকাশিত: ২৯/০৫/২০১৭ ১:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফ থেকে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ইয়াবারগুলো বর্তমানে বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা।
রোববার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এ চালান জব্দ করা হয়।
বিজিবি সদর দপ্তারের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে টেকনাফের কচুবুনিয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। সেসময় একটি পান ক্ষেতের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ইয়াবাগুলো জব্দ করা হয়।
ইয়াবাগুলো জব্দ করা হলে কাউকে আটক করতে পারিনি বিজিবি। জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির কাছে রাখো হয়েছে বলে জানন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...