প্রকাশিত: ২৫/১০/২০১৬ ৭:৫৭ এএম , আপডেট: ২৫/১০/২০১৬ ৭:৫৮ এএম

37295_pakistanপাকিস্তানের কোয়েটায় পুলিশ একাডেমিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫১ ক্যাডেট। আহত হয়েছেন কমপক্ষে ৯৭ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হয়। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। এতে বলা হয়েছে, সোমবার রাতে তিন সন্ত্রাসী ওই প্রশিক্ষণ কলেজে হামলা চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোরের সদস্যরা সেখানে অভিযান চালায়। প্রাথমিক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার কোর (এফসি) মেজর জেনারেল শের আফগান কথা বলেন। তিনি অভিযান সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেন। বলেন, ঠিক এই মুহূর্তে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ২০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন। তিনি আরও বলেন, হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রয়েছে আফগানিস্তানের দোসরদের। হামলাকারী তিন সন্ত্রাসীই নিহত হয়েছে। তারা আত্মঘাতী ‘ভেস্ট’ পরা ছিল। এর মাধ্যমে দু’সন্ত্রাসী নিজেদের উড়িয়ে দিয়েছে। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। তবে তাদের তৃতীয়জনকে আমাদের সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সারফারাজ আহমেদ বুগতি বলেছেন, সেখানে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হামলাকারীরা নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে কয়েক ঘন্টা গুলির লড়াই চালিয়েছে। এ সময় অনেককে জিম্মি কওে তারা। নিরাপত্তা রক্ষাকারীরা বলেছেন, অপারেশন সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...