ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ৩:৫৯ পিএম

বিতর্কিত ও পরিকল্পিত জাতীয় নির্বাচন আয়োজনের অপচেষ্টা করায় মিয়ানমারের সামরিক জান্তাদের প্রতি ফের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, কানাডাসহ স্বায়ত্বশাসিত তাইওয়ান। বিরোধীদল ও মতের ওপর সরকারের নৃশংসতার কঠোর সমালোচনাও করে তারা। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) একটি সাক্ষাত্কারে আল জাজিরাকে জানিয়েছেন, `আমরা খুব সতর্কতার সঙ্গে (শাসকদলের পরিকল্পিত নির্বাচন) পর্যবেক্ষণ করব এবং মিয়ানমারে মানবাধিকার সুরক্ষা এবং গণতন্ত্রের পক্ষে সমর্থন অব্যাহত রাখব।’

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক বাহিনী কমপক্ষে ১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র আমদানি করেছে। জাতিসংঘের মিয়ানমার-বিষয়ক মানবাধিকার-সংক্রান্ত বিশেষ দূত টম অ্যান্ড্রুজের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ১৭ মে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, অধিকাংশ অস্ত্র রাশিয়া ও চীনের পাশাপাশি সিঙ্গাপুরে পরিচালিত কোম্পানিগুলোর কাছ থেকে পেয়েছে মিয়ানমারের জান্তা। আমদানির মধ্যে ছিল অস্ত্র, সামরিক-বেসামরিক কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও অস্ত্র তৈরিতে ব্যবহৃত উপকরণ। এগুলো ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আমদানি করেছে মিয়ানমারের সামরিক জান্তা।

এর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের তিন জেনারেলের সম্পদ জব্দ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর ৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কানাডা। নির্বাচিত সরকার হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাশাসকদের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাজ্য ও কানাডা। এই নিয়ে পশ্চিমা বিশ্বের তিনটি দেশ মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল। গত সপ্তাহে অবরোধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

অং সান সু চিসহ ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতায় বসে সেনাবাহিনী। শুরু থেকেই এই সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আসছে পশ্চিমা অনেক দেশ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...