প্রকাশিত: ১৮/০৭/২০২২ ৯:০৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তোলাকে কেন্দ্র করে পর্যটক হয়রানির অভিযোগে আটক ফটোগ্রাফার মোঃ ইউনুস মিয়া (২৪)কে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার (১৮ জুলাই) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।

রবিবার (১৭ জুলাই) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মোঃ ইউনুস মিয়াকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

পুলিশ আইন এর ৩৪ (৬) মতে সোমবার কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উপপরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন। যার নন এফআইআর নং-১৫০/২২।

একই দিন বিকালে তাকে আদালতে তোলা হয়। দোষ স্বীকার করায় ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মো. সিফাত মাহমুদ নামের পর্যটক দম্পতি গত ৯ জুলাই সুগন্ধা পয়েন্টে বেড়াতে যান। ক্যামেরা পার্সনের বেশ অনুরোধে ৩০/৪০টি মতো ছবি তোলতে সম্মত হন। কিন্তু ২৫০ তোলে ৮০০ টাকা দাবি করে ফটোগ্রাফার মোঃ ইউনুস মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ছবিগুলো নিতে না চাইলে পর্যটককে হুমকি দেয়। সম্মান বাঁচাতে বাধ্য হয়ে দাবিকৃত টাকা দিয়ে চলে যান ভুক্তভোগি ওই পর্যটক।

তিনি বলেন, ১৬ জুলাই সরকারি নাম্বারের হোয়াটসঅ্যাপে ভুক্তভোগী এক পর্যটক ফটোগ্রাফার কর্তৃক হয়রানির অভিযোগ পাঠান। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের একটি টিমকে অভিযুক্ত ফটোগ্রাফারকে জার্সি নম্বর অনুযায়ী খুঁজে বের করতে পাঠানো হয়। সারাদিন তাকে খুঁজে পাওয়া না গেলেও রবিবার সকালে তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

পাঠকের মতামত

বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : কক্সবাজারে সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৩১ দফা ...

অভিমান ভুলে রাজুকে কাছে টানলেন সালাহউদ্দিন,বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা

পেকুয়া উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির ...

উখিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যাজুয়েটদের সমাবর্তন

উখিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজে প্রথমবারের মতো গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে আনুষ্ঠানিক সমাবর্তন ...

উখিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতারণার অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সঙ্গে ...