প্রকাশিত: ০৮/০৯/২০১৭ ৩:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৩ পিএম

শফিক আজাদ,সীমান্ত থেকে::
মিয়ানমারের সেনা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নারীর সন্তান প্রসব হয় নাফনদীতে নৌকার উপরে। ৭দিন আগে জন্ম নেওয়া নবজাতক শিশু সহ তাঁর পিতা-মাতা আশ্রয় নিয়েছে কু্তুপালং রাস্তার পার্শ্বে এক ঝুপড়িতে। তবে গত ৫দিন ধরে না খেয়ে আছে তারা। বৃহস্পতিবার সকাল ১১টায় উখিয়ার কুতুপালং ঝুপড়িতে কথা হয় ওই নবজাতক পিতা আহমদ উল্লাহর সাথে। সে বলেন কোরবানের ঈদের দিন রাত ১২টার দিকে নাফনদীতে নৌকার উপর তাঁর স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলে ছটফট করতে থাকে। তখন নৌকায় শুধুমাত্র ১জন নারী ছিল, বাকীরা সবাই পুরুষ।
তখন চোঁখে মুখে কিছু না দেখে আমি নিজেই সহযোগিতা করি আমার স্ত্রীকে।
স্ত্রী খালেদা বেগম (১৮) বলেন এটি আমার প্রথম সন্তান। তাও আবার ছেলে। এখনো নাম রাখিনি। যেহেতু কোরবানের দিন জন্ম হয়েছে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কোরবান আলী নাম রাখব। হাসি মুখে আরো বলেন, সন্তানের চেহেরা দেখে সে মিয়ানমারের সেই করুণ স্মৃতি ভুলে গেছে। গত ৫দিন তারা স্বামী স্ত্রী পানি ছাড়া কিছুই খাইনি বলে জানান সে।

পাঠকের মতামত

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...