অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা ফয়সালের উপর গুলিবর্ষণের মামলার প্রধান আসামী মোবারকের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। ২২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় মোবারককে মেজিষ্ট্র্যাট আদালতে তুললে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মানস বড়–য়া ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক সুকান্ত চাকমা একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এসআই মানস বড়–য়া জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও হামলায় আর কারা অংশ নেয় বিস্তারিত জানতে আদালতে মোবারকে রিমান্ড চাওয়া হয়। মামলার বাদী আশিক আবদুল্লাহ জানান, মামলা তুলে নিতে মোবারক বাহিনী প্রতিনিয়ত আমি ও আমার পরিবারকে হুমকি-ধমকী দিয়ে আসছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আশা করছি রিমান্ডে মোবারকের অপরাধে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
পাঠকের মতামত