প্রকাশিত: ০৫/০৫/২০১৮ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৬ এএম

নিউজ টাইমস্৭১ ::
রোহিঙ্গাদের জন্য নির্ধারিত এলাকায় তারা নিরাপদ থাকবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইং।
দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় একথা জানান তিনি।
রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করে মিন অং হলাইং বলেছেন, বাঙালিরা কখনোই বলবে না যে সেখানে তারা খুশিমনে গেছে। তাদের অনেক কষ্ট হয়েছে বা তাদের ওপর নির্যাতন করা হয়েছে- এমন কথা বলে তারা সহানুভূতি আদায়ের চেষ্টা করবে।
শনিবার মিয়ানমারের সেনাপ্রধানের ফেসবুক পেজ থেকে এসব কথা জানা গেছে উল্লেখ করে এএফপি জানিয়েছে, গত ৩০ এপ্রিল মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা মিন অং হলাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত বছরের ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে সেনা অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এসময় মিয়ানমার থেকে পালিয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
গত বছরই বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা পুনর্বাসনে রাজি হয়। তবে নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরার মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে ফিরতে রাজি হচ্ছে না রোহিঙ্গারা।
এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের যে অস্থায়ী ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে এক লাখের মতো মানুষের জায়গা হবে।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...