প্রকাশিত: ০৭/০২/২০১৮ ৭:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৮ এএম

খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যদি চট্টগ্রামে কোন নাশকতার চেষ্টা করা হয় তবে তার খেসারত বিএনপির সিনিয়র নেতাদের দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মহানগর ছাত্রলীগের নেতারা। গতকাল মঙ্গলবার বিএনপি–জামায়াতের সকল ধরনের সন্ত্রাস–নৈরাজ্য ঠেকাতে মহানগর ছাত্রলীগ আয়োজিত জরুরি সভায় এ হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতারা। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে কোন যানবাহনে আগুন কিংবা জনসাধারণের জানমালের উপর যদি আঘাত করা হয় তবে বিএনপির সিনিয়র নেতাদের বাসাবাড়ি, ব্যবসা–বাণিজ্যসহ অন্যান্য স্থাপনায় পাল্টা হামলার শিকার হতে হবে। বিকেল চারটায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আজ বুধবার বিকেল চারটায় দলীয় কার্যালয় থেকে লাঠি মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নগরীর গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্টে ব্যাপক জনসমাগম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পয়েন্টগুলো হল পুরাতন রেল স্টেশন, কর্ণেলহাট মোড় ও মুরাদপুর মোড়।

সভায় বক্তারা আরো বলেন, জিয়া পরিবারের ব্যাপক দুর্নীতির খবর আজ বিশ্ব মিডিয়ায় প্রচারিত হচ্ছে। খালেদা জিয়ার এতিমখানা দুর্নীতির মামলায় আইনি লড়াইয়ে পরাজয়ের আশংকায় আজ তারা মরণকামড় দেয়ার চেষ্টায় রয়েছে। খালেদা জিয়া আদালতে যাওয়ার নামে পুলিশের ওপর হামলা তার দৃষ্টান্ত। ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার আগেই বিএনপি জামায়াতের এই অপরাজনীতিতে দেশবাসী শংকিত। আমরা ইতিমধ্যে জেনেছি, আগামী ৮ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে রায়কে কেন্দ্র করে বিএনপি–জামায়াত গণজমায়েতের নামে নাশকতার পরিকল্পনা করছে। চট্টগ্রামে আওয়ামী পরিবার জনগণকে সাথে নিয়ে বিএনপি জামায়তের অপরাজনীতি রুখে দিব।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন–নগর ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক রাসেল, নাঈম রনি, নোমান চৌধুরী, সোমেন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, অমিতাভ চৌধুরী বাবু, সম্পাদক মিনহাজুল আবেদীন সানি, উপ সম্পাদক মোহাম্মদ বিন ফয়সাল,মিজানুর রহমান মিজান, জেরিনা ইয়াসমিন চুমকি, এম আর হৃদয়, শফিকুল আলম পারভেজ, সহ–সম্পাদক রাহুল দাশ, আবু সালেহ নূর চৌধুরী রিমন, সদস্য আরাফাত রুবেল, ফয়সাল অভি, জাকারিয়া হাবিব জাকির, ইসমাইল হোসেন বাতেন, মিজানুর রহমান,মোশরাফুল হক চৌধুরী, ইমরান আহমেদ শাওন, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...