প্রকাশিত: ০৩/০৮/২০২২ ১:২০ পিএম

মৌলভীবাজারে নামাজ পড়া ও মাদক থেকে বিরত থাকাসহ নানা শর্তে নুর মিয়া নামে এক দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশোধনের জন্য মুক্তি দিয়েছেন আদালত। তবে শর্তের কোনোটি ভঙ্গ হলে তাকে আদালতের দেওয়া ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২ আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুহম্মদ আলী আহসান এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ আগস্ট শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মাহমুদ মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে নুর মিয়াসহ চারজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে নুর মিয়ার বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৫ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। যা আজ থেকে শুরু হবে।

পরে অভিযুক্ত নুর মিয়ার দুজন নাবালক সন্তান রয়েছে ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। ‘প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ১৯৬০’ অধীনে নামাজ পড়া, ১০০টি গাছ রোপণ, নতুন করে কোনো অপরাধে জড়িত না হওয়া, মাদক সেবন থেকে বিরত থাকা, শান্তি রক্ষা ও সদাচরণ করা, আদালতের নির্দেশমতো হাজির হওয়াসহ নানা শর্তে মুক্তি দেন আদালত।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পি.পি এ এস এম আজাদুর রহমান বলেন, আদালতের এমন ব্যতিক্রমী রায় ইতিবাচক উল্লেখ করেছেন উপস্থিত আইনজীবী ও বিচারকরা। তার প্র্যাকটিস জীবনে এ ধরনের ব্যতিক্রমী রায় দেখেন নাই যা অপরাধী সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল বলেন, সমাজে অপরাধ হ্রাসকল্পে এ ধরনের রায় প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া উচিত।

পাঠকের মতামত

মাদক মামলায় রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচারের ঘটনায় করা মামলায় রোহিঙ্গাসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ...

কক্সবাজার-২: বিএনপি প্রার্থী নিয়ে রহস্য, মাঠে জামায়াতের প্রভাব

জুলাই গণঅভ্যুত্থানের আগে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির জোটসঙ্গী ছিল জামায়াতে ইসলামী। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ ...

উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে লার্নিং অ্যান্ড শেয়ারিং অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের নিয়ে “রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা” শীর্ষক ...