প্রকাশিত: ১১/০৮/২০১৬ ৯:৫৫ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম শাহেদুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৫ই আগস্ট উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচির বিষয়েও আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সন্ত্রস প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও,আ,ম রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের, যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার,উপজেলা যুবলীগের সভাপতি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব জসিম উদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহম্মেদ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামাল উদ্দীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদীন মামুন শিমুল, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জুহুরা বেগম প্রমূখ ।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...