প্রকাশিত: ০৪/১১/২০১৬ ৮:৫৭ পিএম
ফাইল ছবি

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ   
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগার বিল গ্রামের অসহায় গৃহবধূ চার সন্তানের জননী ধর্ষনের শিকার হয়েছে। অসহায় জননী বিচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি পর প্রতিকার না পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে বাইশারী সীমান্ত সংলগ্ন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকা বটতলী পথের পশ্চিম কুল নামক স্থানে।

লিখিত অভিযোগে জানা যায়, বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী ছমুদা খাতুন (৩০)। ঐদিন সন্ধ্যায় ঈদগড় বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাজার সংলগ্ন ব্রীজের উপর বসে থাকা দুই জীপ চালক জসিম উদ্দিন ও মানিক তাকে অনুসরণ করে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে দূর্গম পাহাড়ী এলাকার বটতলি পশ্চিম কুল নামক স্থানে পৌঁছা মাত্র একা পেয়ে কিছু বুঝে উঠার আগে উক্ত দুই যুবক তাকে গহীন জঙ্গলে নিয়ে উপর্যুপরি পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে রেখে পালিয়ে যায়। ঐ সময় ছমুদা খাতুনের নিকট রক্ষিত নগদ ২৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে যায় ধর্ষকেরা। জ্ঞান ফেরার পর বাড়ি এসে ঘটনাটি আত্মীয়স্বজনসহ আশপাশের লোকজনকে জানালে মুহুর্তের মধ্যে ধর্ষকের আত্মীয় স্বজনেরা ঘটনাটির মিমাংসার চেষ্টা চালায়। পরদিন ধর্ষনের শিকার ছমুদা খাতুনের মোবাইল ফোনটিও ফেরত দেয়। কিন্তু স্বর্ণালংকার ও টাকা ফেরত দিতে অনিহা প্রকাশ করে এবং উল্টো ছমুদা খাতুনকে মামলা করলে জানে মেরে ফেলা হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। অসহায় ছমুদা  খাতুন নিরুপায় হয়ে গত ২৫ অক্টোবর কক্সবাজার জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছমুদা খাতুন সাংবাদিকদের জানান, তিনি এখন অসহায় অভিযোগ করার পরও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সাড়া মেলেনি। তাই তিনি ঘটনাটি সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এবং লম্পট, ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...