উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা ...
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাছ থেকে পড়ে নুরুদ্দীন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়া এলাকার বাসিন্দা মৃত আমির হামজার পুত্র। রবিবার (৫ নভেম্বার) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । মৃত্যুর কথা নিশ্চিত করলেন স্থানীয় ইউপি সদস্য মো: আবু তাহের।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় তুফান আলী পাড়া জামে মসজিদের একটি গাছে উঠে শুকনা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পা পিচ্ছিল হয়ে গাছ থেকে বিশ ফুট নিছে পড়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন নুরুদ্দীন।
পাঠকের মতামত