প্রকাশিত: ১৮/০৮/২০১৭ ৭:৩৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৭ পিএম

অনলাইন ডেস্ক
নদীর বুকে উচ্ছ্বল পরীমনি সঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক। সাইমনের সাথেই নদীর পানিতে রোমাঞ্চে মেতে উঠেছেন তারা।

পানিতে ‘নদীর বুকে চাঁদ’ ছবির একটি দৃশ্যের ওই মুহূর্তটি বুধবার নিজের ফেসবুক পেজে দিয়েছেন পরীমনি।

শওকত হোসেন পরিচালিত ছবিটিতে পরীমনির সঙ্গে অভিনয় করছেন সাইমন সাদিক। গত মে মাসে সিলেটের জাফলং ও বিছনাকান্দিতে দুটি গানের শুটিং হয়েছিল। তারই একটি গানের দৃশ্যে এটি।

পৃকৃতিগতভাবে সৌন্দর্যের হাতছানি দেওয়া বিছনাকান্দির পটভূমিতে সাইমন-পরীর এই ছবিটি বেশ রোমান্টিক আবহ তৈরি করেছে।

এর আগে পরীমনি ও সাইমন জুটি বেঁধেছিলেন ‘রানা প্লাজা’ ও ‘পুড়ে যায় মন’ ছবিতে।

মে সাসে শেষ হওয়ার কথা থাকলেও ‘চাঁদের গায়ে চাঁদ’ এর শুটিং তখন শেষ হয়নি। সবকিছু ঠিক থাকলে সিলেটে ছবির বাকি কিছু অংশের শুটিং শুরু হবে বৃহস্পতিবার।

পরীমনি জানিয়েছেন, সিলেটের এই লোকেশনেই শুরু হয়েছিল ছবিটির শুটিং। আর শেষও হচ্ছে এখানে।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...