প্রকাশিত: ৩০/০১/২০১৭ ৯:১৪ পিএম

ঢাকা: নতুন একটি বিজ্ঞাপনে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর-সংগীতে কণ্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী ন্যানসি ও প্রতীক হাসান। এই প্রথম কোনো গানে একসাথে কণ্ঠ দিলেন দুই তারকা।

প্রাণ আপের একটি বিজ্ঞাপনে গাইলেন এই শিল্পীরা। শনিবার রাতে ঢাকার গ্রিন রোডে হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

গানে ক্ণ্ঠ দেওয়া প্রসঙ্গে ন্যানসি বললেন, ‘এ পর্যন্ত প্রাণ আপের যতো বিজ্ঞাপনচিত্র তৈরি হয়েছে, প্রায় সবকটিরই নেপথ্য গান গেয়েছি আমি। সংখ্যায় সাত-আটটি তো হবেই। তবে প্রতীক আর আমি এবারই প্রথম একসঙ্গে গাইলাম। ও খুবই ভালো গায়।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...