
কক্সবাজারে ধর্ষণ ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে ৭শ শিক্ষার্থী। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও ধর্ষণবিরোধী সভায় এ শপথ নেয় শিক্ষার্থীরা।
শপথে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কখনো মিথ্যা না বলা এবং ১৮ বছরের আগে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়ার শপথ নেয়। যেখানেই ধর্ষণের খবর, সেখানে দলবদ্ধভাবে ছুটে গিয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা।
টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর আয়োজনে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণবিরোধী সভার শুরুতে আলোচনা সভা হয়।
সভায় সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
পাঠকের মতামত