প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ৯:২০ এএম

যেসব এনজিও বিদেশ থেকে তহবিল পেয়ে থাকে তাদের কর্মীদের মুচলেকা দিয়ে জানাতে হবে যে তারা ধর্মান্তরিত করার ঘটনায় যুক্ত নন অথবা তাদের বিরুদ্ধে ওই ধরনের কোনও মামলা হয়নি। সম্প্রতি ভারত সরকার এ নির্দেশ দিয়েছে।

গেল কয়েক বছর ধরেই ভারতে বিদেশি সাহায্যপ্রাপ্ত এনজিওগুলোর কার্যকলাপে সরকার নানা বিধিনিষেধ আরোপ করছে সরকার। সর্বশেষ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে নতুন এই পদক্ষেপ নিল।

সরকারি দল বিজেপি বলছে, সামাজিক কার্যক্রমের আড়ালে বহু এনজিও জোর করে বা প্রলোভন দেখিয়ে লোকজনকে ধর্মান্তরিত করছে বলেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশে বলা হচ্ছে, এই এনজিওগুলোর কর্মীরা যে কখনও ধর্মান্তকরণে জড়িত ছিলেন না বা ধর্মান্তকরণের মামলায় অভিযুক্ত ছিলেন না সেটাও তাদের হলফনামা দিয়ে বলতে হবে – নইলে সেই এনজিওকে ভারতে কাজ করতে দেয়া হবে না।

বিজেপি এমপি রাকেশ সিনহা বলেন, এনজিওগুলো তাদের কার্যক্রম চালানোর সময় তাদের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই বললেও তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় সেখানে কেউ ক্যাথলিক কেউ জেসুইট কেউ বা খ্রিষ্টান মানবতাবাদী পরিচয় দিয়ে রাখে। এসব ভন্ডামি বন্ধ করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এনজিওগুলো তাদের কার্যক্রমের আড়ালে গরিব আদিবাসী বা দলিত সমাজকে খ্রিষ্টান ধর্মে রূপান্তরিত করছে বলে বহু আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে বিজেপি ও হিন্দুত্ববাদী আরএসএস পরিবার।

এর সঙ্গে এখন থেকে এনজিও গুলোকে বিবৃতি দিয়ে এমনটাও জানাতে হবে যে তারা বিদেশ থেকে প্রাপ্ত অর্থের কোন অপব্যবহার বা দেশদ্রোহীমূলক কাজে ব্যবহার করেনি।

পশ্চিমবঙ্গের ‘পরিচিতি’ নামে এনজিওর কর্ণধার অঞ্চিতা ঘটক বলেছেন, ‘এতো খুব সাংঘাতিক জিনিস! এখনই আমাদের এত রকম আইনি নিয়মকানুন মেনে চলতে হয় যে বলার নয়, তার মধ্যে আবার একটা নতুন ঝামেলা আনা হল।’

তিনি আরও বলেন, সরকারের তরফ থেকে এই ধরনের দাবি আসলে সেটা তাদের জন্য খুবই অবমাননাকর।

সূত্র : বিবিসি বাংলা

পাঠকের মতামত

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...

জাতিসংঘ সমর্থিত প্রতিবেদনরোহিঙ্গা গ্রাম ধ্বংস করে ঘাঁটি বানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী

২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা মুসলিমদের ব্যাপকভাবে বিতাড়নের পর তাদের গ্রাম ও মসজিদ পুড়িয়ে ...

জাতিসংঘে আজ মানবাধিকার নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক,থাকবেন রোহিঙ্গা প্রতিনিধিরাও

রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে ...

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ...

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...