প্রকাশিত: ১৯/০২/২০১৮ ৮:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া ও টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, দলে বিশৃংখলা ও বিভাজন সৃষ্টি করে কেউ নেতা হতে পারে না। এধরনের বিশৃংখলা সৃষ্টি করে যারা দলের মধ্যে নেতা কর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে গঠন তন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি। গতকাল রোববার বিকেলে উখিয়া উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে এমপি বদি উপরোক্ত বক্তব্য রাখেন।
গতকাল রোববার বিকেলে উখিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর পরিচালনায় উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা আদিল চৌধুরী, আবুল মনসুর চৌধুরী, সহ সভাপতি ও হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড.রাসেল চৌধুরী, রত্মাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসহাব উদ্দিন, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফজল করিম, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল আলম নুরু, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম.এ মঞ্জুর, উখিয়া যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারন সম্পাদক ঈমাম হোসেন, কৃষকলীগ সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নুমান, সাধারন সম্পাদক মকবুল হোসেন মিটুন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...