প্রকাশিত: ০১/০৮/২০২২ ৫:২৪ পিএম
প্রতিবাদী প্ল্যাকার্ড’ নিয়ে মো. ইশতিয়াকের অবস্থান

প্রতিবাদী প্ল্যাকার্ড’ নিয়ে মো. ইশতিয়াকের অবস্থান
পুরো দাম নিয়েও পরিমাণে কম ‘অকটেন’ দেওয়ার অভিযোগে রাজধানীর একটি তেলের পাম্পে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এক তরুণ।

মো. ইশতিয়াক নামের ওই তরুণ ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কল্যাণপুর সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে ৫০০ টাকার অকটেন নেন।
পাম্প থেকে ৫০০ টাকার ভাউচার দেওয়া হলেও ওই পরিমাণ তেল তাকে দেওয়া হয়নি বলে ইশতিয়াকের অভিযোগ। তিনি মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বললেও পাম্প কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
এর প্রতিবাদে তিনি একটি সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন। খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে ওসি তোফায়েল আহমেদ জানান।

ইশতিয়াক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ৫০০ টাকার তেল চাইলে যে পরিমাণ দিয়েছে, তা আমার কাছে ৩০০ টাকার মনে হয়েছে।

“আমি তাদের কাছে বললাম, আমার ৫০০ টাকার তেল বুঝিয়ে দেন। তখন তারা গাড়িতে আরও তেল ঢুকাতে চাইল। বলতে শুরু করল ভুল হয়েছে।“
ইশতিয়াকের ভাষ্য, এটা ওই কর্মচারীদের ভুল নয়, ‘ইচ্ছাকৃতভাবে’ তারা এমন করেছে এবং এভাবে অনেককে ‘ঠকানো’ হয় বলে তার সন্দেহ।

“যেহেতু সবাই প্রতারিত হচ্ছে। তাই আমি প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি।পুলিশ আসার পর কর্তৃপক্ষ আমার কাছে বারবার ক্ষমা চাইছে।“

তবে থানায় কোনো অভিযোগ করবেন না জানিয়ে ইশতিয়াক বলেন, এভাবেই তিনি প্রতিবাদ জানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চান।

ইশতিয়াকের অভিযোগের বিষয়ে কথা বলতে সোহরাব সার্ভিস স্টেশনের নম্বরে বারবার ফোন করা হলেও কেউ ধরেননি। সুত্র: বিডি নিউজ

পাঠকের মতামত

মোখায় মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১২০ টন জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী ...

রোহিঙ্গারা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য বড় সমস্যা -জাপানি রাষ্ট্রদূত

শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের শান্তি-স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধান প্রয়োজন বলে মনে করেন ঢাকায় ...

লোডশেডিং আরো তীব্র হওয়ার আশঙ্কা

দেশজুড়ে আবারো বেড়েছে লোডশেডিং। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্যানুযায়ী, চাহিদার বিপরীতে পর্যাপ্ত বিদ্যুৎ ...

এলপিজির দাম ১ হাজার ৭৪ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কামানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ...