ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৪/২০২৩ ৮:১৭ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ওই স্বর্ণের চালান জব্দ করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিরা কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে যেন মালামাল পাচার করতে না পারে, সে লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার সাড়ে ১০টার দিকে গোপন খবর পেয়ে তুমব্রুর পশ্চিমকূল এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ দল। এ সময় মালিকবিহীন ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির ওই অধিনায়ক।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...