ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৪/২০২৩ ৮:১৭ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ওই স্বর্ণের চালান জব্দ করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিরা কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে যেন মালামাল পাচার করতে না পারে, সে লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার সাড়ে ১০টার দিকে গোপন খবর পেয়ে তুমব্রুর পশ্চিমকূল এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ দল। এ সময় মালিকবিহীন ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির ওই অধিনায়ক।

পাঠকের মতামত

বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারছয় মাসে দুই শতাধিক অভিযান রোহিঙ্গা ক্যাম্পে, গ্রেপ্তার ১০৮

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় গত ছয় মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ৮ ...

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...