
নাইপেদো: মায়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর অভিযানের কারণে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন। মায়ানমারের বিরুদ্ধে ‘জাতিগত নিধনের’ অভিযোগ এনেছে জাতিসংঘ।
জাতিসংঘের একটি দল ইতিমধ্যে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছে। তারা সামরিক বাহিনীর নিপীড়নের কথা বলেছেন।
রোহিঙ্গারা জানিয়েছেন, বার্মিজ সামরিক বাহিনী তাদের গ্রাম, ঘরবাড়ি, বাজার সব পুড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, ইচ্ছে করেই এই কাজ করা হয়েছে যেন তারা (রোহিঙ্গা) আর ফিরতে না পারেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারীদের ধর্ষণ করেছে। এর মধ্যে কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে মসজিদে
Look at the burnt villages of #Rohingyas in Myanmar, near Bangladesh border. pic.twitter.com/eb68s84F6h
— UNICEF Bangladesh (@UNICEFBD) October 17, 2017
।
তবে রাখাইন রাজ্যে আসলে কী ঘটছে, তা জানা সম্ভব হচ্ছে না। কারণ, আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা ত্রাণ সংস্থাগুলোকে সেখানে যেতে দেয়া হচ্ছে না।
এই অবস্থায় জাতিসংঘ ড্রোন প্রযুক্তি কাজে লাগিয়ে পরিস্থিতি কিছুটা বোঝার চেষ্টা করছে। এমনই এক ভিডিও ক্লিপে দেখা গেছে, বাংলাদেশ সীমান্তের কাছে এখনো হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছেন।
তারা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছেন। আরেক ভিডিওতে পুড়িয়ে দেয়া রোহিঙ্গাদের গ্রাম দেখা যাচ্ছে। ভিডিওতে গাছপালা ঘেরা স্থানে কয়েকটি ঘরবাড়ির কাঠামো দেখা যাচ্ছে। একটি বাড়িরও ছাদ নেই। আর আগুনে পুড়ে যাওয়ার বিষয়টিও স্পষ্ট।
সূত্র: ডয়চে ভেলে
পাঠকের মতামত