প্রকাশিত: ১৪/০৫/২০২০ ১:৪৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
টেকনাফে সাড়ে তিন হাজার ইয়াবাসহ ৭ জন রোহিঙ্গা আটক করেছে র‍্যাব।

বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত ৭ রোহিঙ্গা হলেন -টেকনাফের নয়াপাড়া শালবাগান জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের আবুল হাসিম, নুর কবির, মোঃ জোবায়ের, বশির, জাফর আলম ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আলম ও আবু তাহের।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...