রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য
প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

কক্সবাজারের টেকনাফের চাকমারখুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতোমধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনের তীব্রতা বেশি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। অনেক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা কুদ্দুস বলেন, হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
পাঠকের মতামত